বিনোদন ডেস্ক: প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্ত্রী বাদে দুই ছেলে বাপ্পারাজ, সম্রাট ও তাদের পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাঁচ দিন ধরে আইসোলেশনে রয়েছেন প্রত্যেকেই।
বাপ্পারাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই ডাক্তারের পরামর্শমতো চলছি। তবে শারীরিক অবস্থা এখনো ভালো। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হতে পারি। আম্মা আপাতত ক্যান্টনমেন্টে বোনের বাসায় আছেন। বাসায় থাকলে তিনিও হয়তো করোনার কবলে পড়তেন।’
তিনি আরও বলেন, ‘সবার উদ্দেশে বলতে চাই, কেউ করোনাকে হালকাভাবে নেবেন না। আমরা এত সতর্ক থাকার পরও রেহাই পাইনি। পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো বুঝিনি।’
