যশোরের বেনাপোলে ৪৯ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

ফেন্সিডিল সহ যুবক আটক

নয়ন হালদার,(যশোর) বেনাপোল:  যশোরের বেনাপোল খড়িডাংগা এলাকা থেকে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আব্দুল মজিদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার (৯ নভেম্বার) সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক বিরোধি অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক আসামী আব্দুল মজিদ (২৬) সে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আলী হোসেনের ছেলে।

আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ খোরশেদ হোসেনের নেতৃত্বে একটি টহলদল ০৯ নভেম্বর সকালে খড়িডাঙ্গা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ আঃ মজিদ নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here