ফেসবুক পোস্টে আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি সাময়িক বরখাস্ত
লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের কারণে ব্যাপক আলোচনায় এসেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে করা তার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং এটি দেশের আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে প্রথমে ওএসডি করা হয় এবং পরে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
তাপসী তাবাসসুম ঊর্মি পূর্বধলার নসিবপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মো. ইসমাইল হোসেনের মেয়ে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করে ২০২২ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঊর্মি বড়। ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
শনিবার ফেসবুকে করা একটি পোস্টে ঊর্মি উল্লেখ করেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে।" তিনি প্রশ্ন তুলেন, "রিসেট বাটন চাপ দিয়ে কি দেশের অতীত ইতিহাস মুছে ফেলা সম্ভব?" এ পোস্টের পর থেকেই ঊর্মিকে নিয়ে আলোচনা শুরু হয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং সোমবার তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তাপসী তাবাসসুম ঊর্মি সাংবাদিকদের বলেন, "ফেসবুকে আমি পোস্ট দিয়েছি, সেটাই যথেষ্ট। আমার পোস্টে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায়, আমি মেনে নেব।"
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, ঊর্মির ফেসবুক পোস্টের পর তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।