বগুড়ায় খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় ২ সাংবাদিক আহত
ডেস্ক রিপোর্ট : বগুড়ায় একটি আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির দুই সাংবাদিক। হামলাকারীরা মারধর করে তাদের ক্যামরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন, সময় টিভির রিপোর্টার মাজেদ রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাজেদ জানান, বুধবার দুপুরে তিনি ক্যামেরাপার্সন রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বগুড়া সদরের দশটিকা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে যান। ঘটনাস্থলে পৌঁছে নিম্নমানের কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করেন। তারা ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নেন এবং দুইজনকে আটকে রেখে কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করেন বলেও জানান মাজেদ রহমান।
পরে খবর পেয়ে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আহত অবস্থায় দুই সাংবাদিককে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।