৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

২৪ নভেম্বর থেকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ(ফিকচার সহ)

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১৪, ২০২০
420
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি
| ছবি : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি

খেলা ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় । সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বনাম রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে বরিশাল বনাম খুলনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই এক দিন করে বিশ্রাম রাখা হয়েছে। তবে ফাইনালের আগে দুই দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাচ্ছে পাঁচ দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। লিগ পর্বে প্রত্যেক দল একে অন্যের সঙ্গে দুইবার মুখোমুখি হবে, বিরতি থাকবে একদিন করে। এরপর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর ১৮ ডিসেম্বর পর্দা নামবে বিসিবির আয়োজিত ২০ ওভারের প্রতিযোগিতাটি।

আজ (শনিবার) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ করেছে বিসিবি। ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিদিন দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, আর ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।

লিগ পর্বে প্রতিদিনের ম্যাচের পর একদিনের বিরতি দেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য ১৯ ডিসেম্বর রিজার্ড ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি:

শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।
শুক্রবার বাদে অন্য দিনে প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়।

২৪ নভেম্বর (মঙ্গলবার)

 

বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী

ফরচুন বরিশাল-জেমকন খুলনা

 

২৬ নভেম্বর (বৃহস্পতিবার)

 

জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী

গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা

 

২৮ নভেম্বর (শনিবার)

 

জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম

মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল

 

৩০ নভেম্বর (সোমবার)

 

ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম

বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা

 

২ ডিসেম্বর (বুধবার)

 

ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা

মিনিস্টার গ্রুপ রাজশাহী-গাজী গ্রুপ চট্টগ্রাম

 

৪ ডিসেম্বর (শুক্রবার)

 

ফরচুন বরিশাল-জেমকন খুলনা

বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী

 

৬ ডিসেম্বর (রবিবার)

 

গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা

জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী

 

৮ ডিসেম্বর (মঙ্গলবার)

 

মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল

জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম

 

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার)

 

বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা

ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম

 

১২ ডিসেম্বর (শনিবার)

 

মিনিস্টার গ্রুপ রাজশাহী-গাজী গ্রুপ চট্টগ্রাম

ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা

 

১৪ ডিসেম্বর (সোমবার)

 

এলিমিনেটর (তৃতীয় স্থান বনাম চতুর্থ স্থান)

প্রথম কোয়ালিফায়ার (প্রথম স্থান বনাম দ্বিতীয় স্থান)

 

১৫ ডিসেম্বর (মঙ্গলবার)
দ্বিতীয় কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটর ম্যাচের জয়ী)

১৮ ডিসেম্বর (শুক্রবার)
ফাইনাল (প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী)

১৯ ডিসেম্বর (শনিবার)
রিজার্ভ ডে (ফাইনাল)

 

টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচটি দলে যারা খেলবেন

জেমকন খুলনা

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা

মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দী শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী

মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম

লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ফিকচার দেখতে ক্লিক করুন এখানে: 

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram