২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে বঙ্গবন্ধু মুর‌্যালে পলাশের শ্রদ্ধাঞ্জলি

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১, ২০২১
85
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বঙ্গবন্ধু মুর‌্যালে পলাশের শ্রদ্ধাঞ্জলি
| ছবি : বঙ্গবন্ধু মুর‌্যালে পলাশের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

সোমবার (১ ফ্রেরুয়ারি) বেলা ১২ টায় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের ব্যাপক নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

এ সময় হায়দার গণি খান পলাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, নৌকা আমার নয়। নৌকা বঙ্গবন্ধু’র, প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা ভোট দিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়ন ধরে রাখতে নৌকা ছাড়া কোন সম্বল নেই।

আরও পড়ুন>>>সুগন্ধা নদীর তীরে আটকে থাকা লাশ প্রান কোম্পানীর স্টোর কিপার রাশেদ

নৌকা প্রতিক পেয়ে হায়দার গণি খান পলাশ সকাল ১১ টার ফ্লাইটে যশোরে পৌছান। সেখানে আওয়ামী, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, যুবমহিলা লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
তারপর নেতাকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রা সহকারে পালবাড়ি, মণিহার, চৌরাস্তাসহ শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি জানান।

শ্রদ্ধাঞ্জলি জানানোর সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা মহিলালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা কামাল মিমি, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাংগঠনিক সম্পাদক রিনি খান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু, ছাত্রলীগ নেতা জাকির হোসেন জুম্মান, রাফায়েত রিওন, যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি শিলা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram