বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে
দক্ষিণ সোনাতন কাটী একতা যুব সংঘ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন
কপিলমুনি(খুলনা)প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সোনাতন কাটী একতা যুব সংঘ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দক্ষিণ সোনাতন কাটী সঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে। এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সোনাতন কাটী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ দীদার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান আলী গাজী।
উদ্বোধনী অনুষ্টানে উপস্হিত ছিলেন জনাব আঃ গনি সরদার (অবঃ প্রধান শিক্ষক), জনাব সমিরন দে (অবঃ প্রধান শিক্ষক), আওয়ামী লীগ নেতা শেখ সাকিয়ার রহমান, প্রভাষক আজিজুর রহমান সরদার, প্রভাষক মোঃ আনিছুর রহমান সরদার, ইউপি সদস্য সাকাত গাজী, বাবু মানিক ভদ্র, সেলিম গাজী, আকবর আলী মোড়ল, আঃ হালিম খাঁ, ইউছুপ আলী খাঁ, উত্তম চক্রবর্ত্তী, মোঃ কামরুল সরদার, মোঃ রবিউল সরদার, মোঃ ফারুক হোসেন গাজী, মোঃ আজহারুল গাজী, সুদেব ঘোষ, বাবলু গাজী, হারুন সরদার, লিটন গাজী, হাফিজ মোড়ল, আসাদুল মোড়ল, মামুন সরদার, সুমন সরদার, মাসুম সরদার, সাইফুল্ল্যাহ সরদার, রাহাদ খাঁ ও একতা যুব সংঘের সভাপতি মোঃ আমানুর সরদার ও সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস আলী খাঁ সহ একতা যুব সংঘের সকল সদস্যবৃন্দ।