নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু T-20 খেলায় এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন
রিপন বিশ্বাস, (কালিয়া) নড়াইল প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে নড়াইলের বিজয় দিবস বঙ্গবন্ধু T-20 টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন হয়েছে ।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে নড়াইলে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়ােজনে ফাইনাল খেলায় এস এম সুলতান একাদশ ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ।
এস এম সুলতান একাদশ নির্ধারিত ২০ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে টার্গেট দেয় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ একাদশকে।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ একাদশ ২০ ওভারে ৭উইকেটে ১৩৭ রানে পরাজিত হয়। এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন হয় ।
সন্ধ্যায় খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রপি সহ ৩লক্ষ টাকার প্রাইজ মানি এবং রানার্স আপ দলকে ট্রপি সহ ২ লক্ষ্য প্রাইজ মানি পুরস্কার বিতরণ করা হয় ।
এ সময় সার্বিকতত্বাধায়নে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি নড়াইল ২ আসন ও জনাব শেখ নাজমুল আলম(পিপিএম বার উপ পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ),
জনাব মোল্লা নজরুল ইসলাম (পিপিএম বার অতিরিক্ত পুলিশ, পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ),জনাব মোহাম্মদ জসিমউদদীন (পিপিএম বার,পুলিশ সুপার নড়াইল),স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন>>>
কপিলমুনি বাজারের প্রাণ কেন্দ্রে আবাসন গড়ে তোলায় এলাকাবাসীর ক্ষোভ
যশোরে আওয়ামী লীগ নেতা বিপু পুলিশ হেফাজতে ,শহরে কড়া পুলিশি নিরাপত্তা
বরিশাল চাখারে ৩ সন্তানের জননীকে ধর্ষণ