বানারীপাড়ায় হাইকেয়ার স্কুল জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বধিরদের মানববন্ধন কর্মসূচি
বানারীপাড়ায় হাইকেয়ার স্কুল জাতীয়করণের দাবীতে মানববন্ধন

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বধিরদের কথা শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুল জাতীয়করণের (এ্যাপিলেশন) দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ  রোববার(২৯ নভেম্বর) সকাল ১০টায় বানারীপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধনের সভাপতিত্ব করেন হাইকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ.হাই বখশে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও হাইকেয়ার স্কুলের কোষাধ্যক্ষ এটিএম মোস্তফা সরদার, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও রেজাউল ইসলাম বেল্লাল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,হাইকেয়ার স্কুলের প্রধান শিক্ষক লুৎফুন নাহার বেগম,সহকারী শিক্ষক রমা শর্মা,শাহানা পারভীন ও লুবনা আক্তার প্রমুখ।

প্রসঙ্গত জাতীয়করণের দাবীতে দেশের ১২টি হাইকেয়ার স্কুল একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

আরও পড়ুন:
নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া তথ্য সচিব হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ 

২৫ পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থী হলেন যাঁরা
কলারোয়ায় মাহফুজার বাড়িতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল
বানারীপাড়া পৌর শহরে মেয়র প্রার্থী সুব্রত লাল কুন্ডুর শোডাউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here