বরিশালের উজিরপুরে গাছের গুড়ির নিচে শিশুর লাশ
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গাছের গুড়ির নিচে চাপা পড়ে নুরুন নাহার অহি(৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আরও পড়ুন >>>সিলেটে ইয়াবাসহ পুলিশের এস আই আটক
সোমবার (১৮ জানুয়ারী) উপজেলার দক্ষিণ সানুহার গ্রামের মৃত আঃ হাই ফকিরের স্ত্রী ও অহির মা পিঞ্জিরা বেগম পার্শ্ববর্তী সানুহার গ্রামের জমাদ্দার বাড়ির সামনে বেলা ১টায় পাতা কুড়াতে যায়।
ওই সময় তার শিশু কন্যা নুরুন নাহার অহি পাশেই গাছ ব্যবসায়ীদের রাখা স্তুপ আকারে রাখা গাছের গুড়ির উপরে বসেছিল। কিন্তু মা বাড়ি ফেরার সময় সন্তানকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে।
রাত ৭টায় স্থানীয় মইন তুষার নামে অপর এক শিশু গাছের নিচে চাপা পড়া অবস্থায় অহিকে দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা নিহত শিশুর মা পিঞ্জিরা বেগমকে খবর দিলে তিনি তার সন্তান বলে সনাক্ত করেন।
আরও পড়ুন >>>যশোরে ছাত্রী অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের কারাদন্ড
ঘটনার পরে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়দা তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর কারণ দূর্ঘটনা বলে মনে হলেও প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।