রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে বরিশাল বিভাগের চার পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
গতকাল শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে বরিশাল বিভাগের চার পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিভাগের ৪টি পৌরসভার নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলেন বরিশালের উজিরপুরে গিয়াস উদ্দিন, বেপারী ও বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া,বরগুনার বেতাগীতে এ,বি. এম গোলাম কবির এবং পটুয়াখালীর কুয়াকাটায় আ. বারেক মোল্লা।
প্রসঙ্গত, নৌকার মনোনয়ন পাওয়া এ চারজন বর্তমানেও মেয়রের দায়িত্ব পালন করছেন।
