বরিশালে মুরগী নিয়ে বিরোধে ছোট ভাইয়ের স্ত্রী পিটিয়ে হত্যা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৩, ২০২১
106
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : মুরগী নিয়ে বিরোধে ছোট ভাইয়ের স্ত্রী পিটিয়ে হত্যা
রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল): বরিশালে মুরগি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে ভাসুুর। শনিবার রাত ৮টার দিকে নাসিমা বেগম (৫৫) নামের ওই নারী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই হামলায় আহত তার স্বামী এনছান শরীফ সেখানে চিকিৎসাধীন আছেন। এর আগে স্বামী-স্ত্রীকে গত ২৯ ডিসেম্বর রাতে বড় ভাই সুলতান শরীফ, তার ছেলে জাকির শরীফ, জলিল শরীফ, রাসেল শরীফ, এনিসহ পরিবারের সদস্যরা পিটিয়ে আহত করে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়া গ্রামের।
গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে রাতে শেবাচিম ছুটে যান বরিশাল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গরম খবর