৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বলিউডের নব্বই দশক ফিরে এসেছে আবুধাবিতে!

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ৩০, ২০২৪
6
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহিত
| ছবি : সংগৃহিত

বিনোদন ডেস্ক: যেন বলিউডের নব্বই দশক ফিরে এসেছে আবুধাবিতে! একদিকে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানি মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেল সঞ্চালনায়। মঞ্চে পারফর্ম করলেন কৃতি শ্যানন, নোরা ফতেহি, শহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন রেখা। বলিউডের ‘এভারগ্রিন বিউটি’র নাচে মুগ্ধ আবুধাবির দর্শকরা। কারা পেলেন এবারের ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (আইফা), এক নজরে দেখে নেওয়া যাক- 

সেরা ছবি: অ্যানিম্যাল

সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিম্যাল)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিম্যাল)

সেরা গল্প: রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা গল্প (অ্যাডাপ্টেড): টুয়েলভথ ফেল

সেরা সংগীত পরিচালনা: অ্যানিম্যাল

সেরা সংগীতশিল্পী (পুরুষ): ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিম্যাল)

সেরা সংগীতশিল্পী (নারী): শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)

সেরা গীতিকার: সিদ্ধার্থ-গরিমা (সাতরঙ্গা, অ্যানিম্যাল)

এছাড়াও এদিন বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক-পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।
সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকেও। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।

২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আরব শহরে চলছে ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’র (আইফা) নতুন সংস্করণ।

সূত্র: বলিউড হাঙ্গামা

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram