বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিশু রাইসা হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন
আব্দুল্লাহ ফারুক,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঞ্চল্যকর শিশু রাইসা হত্যার প্রতিবাদে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে বৃদ্ধ, যুবক, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, ও সুশীল সমাজের কয়েক হাজার লোক অংশগ্রহণ করে।
আরও পড়ুন>>>বাগেরহাট মোল্লারহাটে ইয়াবা বিক্রেতা আটক
এ মানববন্ধন বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা এগারটার দিকে মোল্লাহাট উপজেলার প্রধান সড়কে অনুষ্ঠিত ।
উল্লেখ্য যে,গত ইং ২৩ মার্চ ২০২১ তারিখে সন্ধ্যা ৭ টার সময় মোল্লাহাট উপজেলার আওতাধীন উদয়পুর দৈব কান্দি গ্রামে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাধে ,সে সময় শিশু রাইসা তার বাবা হুমায়ূন সদ্দারের কাছে গেলে বাবা হুমায়ুন উত্তেজিত হয়ে মেয়েকে ধরে আছাড় মারে। মুহূর্তেই ২বছর ৫মাসের শিশু রাইসার মাথা ফেটে কান দিয়ে রক্ত বের হয় । দ্রুত শিশু রাইসা কে মোল্লাহাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন>>>বানারীপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত
নিহত শিশু রাইসার পিতা হুমায়ূন সদ্দার উপজেলার আওতাধীন উদয়পুর দৈব কান্দি গ্রামের বাচ্চু সরদারের ছেলে।
শিশু রাইসা হত্যার প্রতিবাদেও মানববন্ধনে সকলের একটিই চাওয়া সব শিশুরই যেন একটা নিরাপদ জায়গা হয়, আর সেটি হল বাবার বুকের ভিতর স্থান করা, এমন নিশংস হত্যা বাংলাদেশে আর যেন না হয়।
বিষয়ে কথা বলেন রাইসার মামা সাজ্জাদ হোসেন তিনি বলেন, বাংলাদেশে আর কোনো শিশুকে যেন এভাবে হত্যা করা না হয়, এবং এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
এহত্যার প্রতিবাদ ও মানববন্ধনে প্রত্যেকের হাতে বিভিন্ন স্লোগান এবং প্ল্যাকার্ড ছিল।
শিশু রাইসার হত্যাকারী পিতা হুমায়ুন বর্তমানে জেলহাজতে আছেন। এ বিষয়ে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।