যশোরের বাঘারপাড়ায় নৌকা প্রতীকের এক কর্মী নিহত
বাঘারপাড়া,যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রতিপক্ষের হামলায় খালিদুর রহমান টিটো (২৮)নামে নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন।
গত বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।
নিহত খালিদুর রহমান টিটো (২৮) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের মুন্তাজ উদ্দিনের ছেলে।
আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সমর্থক খালিদুর রহমান টিটোকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীন মোহাম্মদ দিলু পাটোয়ারির সমর্থকেরা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঢাকায় নেয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।