১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বরিশালের বানারীপাড়ায় গণধর্ষণে বিধবা অন্তঃসত্ত্বা: ভ্রুণ হত্যার অভিযোগ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৯, ২০২১
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বানারীপাড়ায় গণধর্ষণে বিধবা অন্তঃসত্ত্বা
প্রতীকী ছবি | ছবি : বানারীপাড়ায় গণধর্ষণে বিধবা অন্তঃসত্ত্বা

রাহাদ সুমন,বানারীপাড়া বরিশালঃ বরিশালের বানারীপাড়ার বাইশারীতে প্রয়াত এক ঋষীর বিধবা স্ত্রীকে গণধর্ষণ করে তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুন হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বিধবা নারী এখন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

জানা গেছে, বাইশারী বাজার সংলগ্ন মৃত বিজয় ঋষীর স্ত্রী (৩৫) কে জোর পূর্বক ধর্ষণ ও তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুণ হত্যা করেন স্থানীয় চায়ের দোকানদার ইউসুফ খাঁ ও মজিবর মল্লিক।

গত দু বছর পূর্বে বিজয় ঋষী স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র কৃষ্ণকে (৮) রেখে পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পরে শিশু পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করেন ওই নারী। বাইশারী বাজারে স্বামীর রেখে যাওয়া একটি দোকান ঘর ভাড়ার টাকায় চলে তার সংসার।

৫ মাস পূর্বে ভাড়াটিয়া ইউসুফ খাঁ অপর দোকানী মজিবর মল্লিককে নিয়ে ভাড়ার টাকা দিতে ওই বিধবা নারীর বাসায় যায়। ওই সময় তাকে ঘরে একা পেয়ে তারা মুখ চেপে ধরে ও নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ওই নারী ভয় ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি।

পরে ওই দুই লম্পট ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাক মেইলিং করে তাকে আরও ৭/৮ বার ধর্ষণ করে।
এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই দুই লম্পটের যোগসাজশে তাকে মজিবর মল্লিকের স্ত্রী বাচ্চা নষ্টের ঔষধ কিনে দেয়।

গত ৮ দিন পূর্বে ওই ঔষধ সেবণের পর থেকে তার অনবরত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে বানারীপাড়া ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। গত দু’দিন ধরে ওই নারী সেখানে চিকিৎসাধিন রয়েছেন।

এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই দুই ধর্ষকের পক্ষ নেওয়ায় ভয়ে ভিকটিম এ ব্যাপারে কোন আইনী পদক্ষেপ নিতে পারছে না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram