বানারীপাড়ায় অপহরণ হওয়া কলেজ ছাত্রী উদ্ধার ও মামলার আসামী গ্রেফতার
রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামী রবিউল মৃধা কে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার( ১১ ডিসেম্বর) সকালে আসামী রবিউল ইসলামকে বরিশালে জেলহাজতে পাটানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর )রাতে বানারীপাড়া থানা পুলিশের এস.আই মো. শাহাদাত হোসেন পটুয়াখালি জেলার বাউফল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কেশবপুর এলাকা থেকে অপহরণ মামলার আসামী রবিউল নামের ওই যুবককে গ্রেফতার ও ভিকটিমকে (১৭) কে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন,৯ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে ওই দিন রাতে ভিকটিমের পিতা ফণি মিস্ত্রি বাদী হয়ে রবিউল মৃধাসহ ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ওই মামলার প্রধান আসামী রবিউলকে গ্রেফতার করে ১১ ডিসেম্বর শুক্রবার সকালে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এছাড়া পলাতক অপর আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন:
ভ্যাকসিন ক্রয়ে বাংলাদেশও পাবে এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল