১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বানারীপাড়ায় বিধবাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা-ভ্রুণ হত্যার অভিযোগে ধর্ষক গ্রেফতার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১১, ২০২১
143
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বানারীপাড়ায় বিধবা অন্তঃসত্ত্বা ধর্ষক গ্রেফতার
বরিশালের বানারীপাড়ায় বিধবাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা-ভ্রুণ হত্যার অভিযোগে ধর্ষক মজিবর গ্রেফতার | ছবি : বানারীপাড়ায় বিধবা অন্তঃসত্ত্বা ধর্ষক গ্রেফতার

রাহাদ সুমন,বানারীপাড়া বরিশালঃ বরিশালের বানারীপাড়ার বাইশারীতে প্রয়াত ঋষীর বিধবা স্ত্রীকে ধর্ষণ করে তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুন হত্যার অভিযোগে ধর্ষক মজিবর মল্লিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার বাইশারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুধবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ভিকটিম বাদী হয়ে বাইশারী বাজারের সাইকেল গ্যারেজ মালিক মজিবর মল্লিক(৪৫) ও তার স্ত্রী জুলেখা বেগমকে (৪০) আসামী করে বানারীপাড়া থানায় ধর্ষণ ও ভ্রুন হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে মজিবর মল্লিককে গ্রেফতার করে।

আরও পড়ুন>>>সিলেট-৩ আসনের এম,পি মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস আর নেই 

জানা গেছে গত দু’বছর পূর্বে ওই ঋষী স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র কৃষ্ণকে (৮) রেখে পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পরে শিশু পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করেন ওই নারী। বাইশারী বাজারে স্বামীর রেখে যাওয়া একটি দোকান ঘর ভাড়ার টাকায় চলে তার সংসার। গত বছরের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সাইকেল গ্যারেজ মালিক মজিবর মল্লিক ওই বিধবা নারীর বাসায় গিয়ে তাকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে ও নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । ওই নারী ভয় ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরে ওই লম্পট বিভিন্ন সময় তাকে আরও ও ৭/৮ বার ধর্ষণ করে।

আরও পড়ুন>>>করোনা ভ্যাকসিন নাকে দেয়ার ট্রায়াল শুরু করেছ ভারত

এতে সে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে লম্পট মজিবর মল্লিকের স্ত্রী জুলেখা বেগম স্বামীকে রক্ষা করতে তার পরামর্শে বাচ্চা নষ্টের ঔষধ কিনে দেয়। গত ২ মার্চ পূর্বে ওই ঔষধ সেবণের পর থেকে ভিকটিমের অনবরত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে বানারীপাড়া ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন>>> যশোরের চৌগাছায় সাপের কামড়ে এক ব্যাক্তির মৃৃৃত্যু

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram