বরিশালের বানারীপাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত
রাহাদ সুমন,বানারীপাড়া, বরিশালঃ বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসের প্রত্যুষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ ও ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সকাল ৯টায় সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠানে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।
আরও পড়ুন>>>যশোরে যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারি নিহত
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিশাত শারমিন,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ওসি মোঃ হেলাল উদ্দিন,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।
এছাড়াও বক্তৃতা করেন বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জগন্নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক মাষ্টার রুহুল আমিন,উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
বিকালে বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম।