বাবার নামে ধর্ষণচেষ্টা মামলা করলেন মেয়ে

বাবার নামে ধর্ষণচেষ্টা মামলা
প্রতীক িছবি

জনি আহম্মেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ধর্ষণচেষ্টার অভিযোগে বাবার নামে মামলা দায়ের করেছেন এক মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুন) সকালে চুয়াডাঙ্গা থানার ওসি তারক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় এ মামলা করেন তিনি।

আরও পড়ুন>>>নিবন্ধনধারী ২৫০০ জনকে নিয়োগ দিতে নির্দেশ হাইকোর্টের
বাবার নামে ধর্ষণচেষ্টা মামলা
ভুক্তভোগীর স্বামী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমি ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ি। পরে সকাল সাড়ে ১০টার দিকে আমার শ্বশুর আমাদের বাড়ি আসেন। পরে আমার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে তিনি। এ সময় স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। একই সঙ্গে আমার শ্বশুরকে আটক করে পুলিশে দেন। তবে এর আগেও আমার স্ত্রীকে নানা রকম প্রস্তাব দিয়েছেন তিনি। আমরা ভাবতেও পারিনি নিজের মেয়ের সঙ্গে তিনি এমন করতে পারেন।
বাবার নামে ধর্ষণচেষ্টা মামলা
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তারক বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী তার বাবার নামে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে (৫০) আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here