বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্টঃ সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (২৭) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের জোড়পুল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ সিরাজগঞ্জের সদর থানার মিরপুর দক্ষিণ পাড়ার সাহেব আলীর ছেলে। তিনি এসআই পরিবহনে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন>>>মাটি বোঝাই করা ট্রাকচাপায় শিশু নিহত

সাভার হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে এসআই পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণে না রাখতে পেরে এসআই পরিবহনে থাকা সবুজ সড়কে পড়ে যান।

পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ঘটনার পরপরই এসআই পরিবহনের চালক বাস রেখে পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here