ডেক্স রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তার পারিবারকি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এম এম আমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আমিনুর রহমান বলেন, গত রাত ১টার দিকে রহমাতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা ধানমন্ডির ইবনে সিনা হসপিটালে ভর্তি করা হয়। তিনি ডা. জাহিদ ইকবালের তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
