ডেক্স রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং শামা ওবায়েদ।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সন্ধ্যায় শামা ওবায়েদেরও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর থেকে তারা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও গতকাল (৩০ অক্টোবর) করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন।
