স্টাফ রিপোর্টারঃ যশোরের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর ২১৩তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি ড. মুস্তাফিজুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও কবি আমিরুল ইসলাম রন্টু, শতাব্দী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি, অধ্যাপক কাজী শওকত শাহী, কবি জাহান আরা খান কোহিনূর।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ড. শাহনাজ পারভীন, বিশিষ্ট কবি অ্যাড. জি.এম মুছা।
বিএসপির ২১৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনা এসময় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, রউফ আরিফ, মো. মোস্তাফিজুর রহমান, আহমেদ মাহাবুব ফারুক, রাজপথিক, কাজী নূর, হোসেন উদ্দিন, জাহিদুল যাদু, রাশিদা আখতার লিলি, মহব্বত আলী মন্টু, এমএ কাসেম অমিয়, শেখ হামিদুল হক, মোছা. নার্গিস আক্তার (নাজমা), শংকর নিভানন, অরুণ বর্মণ, মানবেন্দ্র সাহা, মোস্তফা কামাল দাদু, অ্যাড. মাহমুদা খানম, হুমায়ন কবির, রেজাউল করিম রোমেল, সীমান্ত বসু, সাধন কুমার দাস, সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম প্রমুখ।
বিএসপির ২১৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত
আগামী ৩ জুন ২১৪তম মাসিক সাহিত্য অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
আরও পড়ুনঃ
যশোরের বহু বিতর্কিত পিস্ হসপিটালে অপচিকিৎসায় নারীর মৃত্যু
বাগেরহাটে মৎস্য খামারে বিষ প্রয়োগ ১০ লক্ষ টাকার ক্ষতি
