৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বিদায় নিচ্ছে শীত, হতে পারে অগ্রীম বৃষ্টি-কালবৈশাখী ঝড়

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৭, ২০২১
121
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
আবদুল্লাহ আল মামুন,( যশোর)  মনিরামপুর প্রতিনিধিঃ এবছরের মত শীতের বিদায় বললেই চলে শুরু হয়েছে ফাল্গুনের বাতাশ আজ ৭ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে যশোর মনিরামপুর সহ সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি।
ফেব্রুয়ারীর শুরুতে শীত এবছরের মত বিদায় নেয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এবং এবছরে আগে থেকেই কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, এটি ফেব্রুয়ারী শেষের দিকে হতে পারে এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওছার পারভীন।
শীতের প্রকোপ কমে গেছে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সামান্য শীত অনুভূত হলেও ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। শীতকে বিদায় জানাতে দেখা মিলবে ঝড়ের। মৌসুম শুরুর অনেকটা আগেই এবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মৌসুম শুরু হতে আরও কিছুটা দেরি আছে। তবে মৌসুমের কিছুটা আগেই এবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকেই এটি হতে পারে।
তিনি আরও জানান, কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ মাঘ মাসের ২৪ তারিখ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফাল্গুনের মাঝামাঝি দেখা দিতে পারে কাল বৈশাখী ঝড়।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram