২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বিদেশে পাঠানোর নামে পাইকগাছার ৩ যুবকের সাথে প্রতারণা; নারী সহ আটক ২

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১৮, ২০২০
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বিদেশে পাঠানোর নামে
| ছবি : বিদেশে পাঠানোর নামে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ বিদেশে পাঠানোর নামে চাকুরি দেওয়ার প্রলোভনেপাচার ও প্রতারণার মাধ্যমে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় পাইকগাছা থানা পুলিশ নারীসহ দু’জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, খুলনা সদরের গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান নাদিম ও মাগুরার কালিনগর গ্রামের বেলজিয়াম প্রবাসী আখিরুল ইসলাম স্বপনের স্ত্রী শামিমা আফরিন শিল্পী।

ওসি এজাজ শফী জানান, উপজেলার গড়ইখালী গ্রামের ইসহাক সরদারের ছেলে মোস্ত বিদেশে চাকুরি করার
জন্য চেষ্টা করছিল। পথিমধ্যে পূর্ব পরিচিত খুলনার হাবিবুর রহমান নাদিমের সাথে এ সংক্রান্ত ব্যাপারে মোস্ত’র
কথা হয়। আমার মামা মাগুরা জেলার কালিনগর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে আখিরুল ইসলাম স্বপন
বেলজিয়ামে রয়েছে এবং সেখানে ৪ জন লোক পাঠানো যাবে মর্মে হাবিব মোস্ত’কে প্রলোভন দেখায়।

এ প্রলোভনে মোস্ত ও তার দুই ফুফাতো শ্যালক বাঁকা গ্রামের সহিল উদ্দীন গাজীর ছেলে সেলিম রেজা
ও আজিজ গাজীর ছেলে শামীম গাজী বেলজিয়ামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়।

এক পর্যায়ে হাবিব ও তার মামি শামীমা আফরিন ০১/১১/২০১৪ ইং তারিখে টাকা নিতে মস্তদের বাড়ীতে আসে
ওই দিন সহ পরবর্তী বিভিন্ন সময়ে তারা বিদেশে পাঠানোর নাম করে এদের ৩ জনের নিকট থেকে ২৯ লাখ ৭৭ হাজার ৭৪১ টাকা হাতিয়ে নেয়।

বিদেশে পাঠানোর নামে প্রতারণা

এরপর পাসপোর্ট ও ভিসার জন্য আখিরুল সহ তাদেরকে চাঁপ দিতে থাকলে এদের ভারতীয় হাই কমিশনে যেতে
বলে। সেখানে গিয়ে হয়রানির স্বীকার হয়ে তারা দেশে ফিরে আসে। পরবর্তী আবারও চাঁপ দিলে ০৭/০৪/২০১৭
ইং তারিখ তাদের কথা অনুযায়ী মোস্ত মালয়েশিয়ায় যায়।

মালয়েশিয়ার লোকজন তার প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে মোস্ত’কে গোপন আস্তানায় আটকে রাখে
সেখান থেকে মোস্ত ফোনে আখিরুলের সাথে যোগাযোগ করলে মামলা ও আইনী ব্যবস্থা না নেওয়ার জন্য
আখিরুল মোস্ত’কে খুন করার হুমকি দেয়। পরে আস্তানা থেকে কৌশলে বের হয়ে মোস্ত মালয়েশিয়ায় কোন রকমে কাজ করে জীবিকা নির্বাহ করে।

আরো পড়ুন: যশোরে ভৈরব নদ থেকে অবৈধ পন্থায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন

মোস্ত’র পরিবারের লোকজন হাবিব, আখিরুলদের সাথে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তারা তা দিতে
অস্বীকার করে। এ ঘটনায় মোস্তর ভাই মোনায়েম বাদী হয়ে আখিরুল ও হাবিব সহ ৯ জনকে আসামী করে
পাইকগাছা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে। ওসি এজাজ শফীর নির্দেশনায় থানার
পুলিশ পরিদর্শক আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে মাগুরা থেকে হাবিবুর ও তার মামি শামীমা আফরিনকে আটক করে।

বিদেশে পাঠানোর নামে পাইকগাছার ৩ যুবকের সাথে প্রতারণা
বিদেশে পাঠানোর নামে পাইকগাছার ৩ যুবকের সাথে প্রতারণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram