বিপুল ভোটে জয়ের পথে নৌকার প্রার্থী

স্টাফ রিপোর্টার (যশোর):  যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা জয়ের পথে। বিকাল পাঁচটার পর নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়। যশোর সদর উপজেলা নির্বাচন অফিসের হল রুমে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে।

এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন থেকেও নৌকার প্রার্থীর বিপুল ভোটে জয়ী হওয়ার খবর আসছে। এর আগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।

নৌকা প্রতীকের প্রধান এজেন্ট অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান জানান, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে তিনি প্রায় ৬৫ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ভোট পেয়ে ৩ হাজার ৫৬৮ ভোট।

যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ভোট চলাকালেই জানিয়েছিলেন, কোথাও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যদি কোনো প্রার্থীর লোকজন ভোট চলাকালে বা পরে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here