কখনো আত্মনির্ভরশীল না হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার আহ্বান
বায়জীদ হুসাইন (যশোর) শার্শা প্রতিনিধি: কখনো আত্মনির্ভরশীল না হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল।
বুধবার যশোরের শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশানের সভাপতিত্বে , বিজ্ঞান ও ব্লক বাটিক প্রশিক্ষণার্থীদের অনুষ্ঠানে সকল কে উদ্দেশ্যে করে এ
কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল।
আরো পড়ুন:
প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নির্বাহী অফিসার আরও বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও পাচার এখন সমাজে একটি বড় ব্যাধিতে পরিণত হয়েছে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন এবং ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।
অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার আহবান জানান এবং প্রতিষ্ঠিত হয়ে পরিণত বয়সে বিয়ে করার পরার্মশ দেন।
বাল্যবিয়ে করে নিজের জীবনকে বিসর্জন না দেওয়ার জন্য তিনি জোর তাগিদ দেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ব্লক বাটিক প্রশিক্ষক সালমা খাতুন ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষক ইয়াসমিন প্রমুখ।
আরো পড়ুন
যশোরে ভৈরব নদ থেকে অবৈধ পন্থায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন
প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে
শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা : সংসদে প্রধানমন্ত্রী
যবিপ্রবির জেনোম সেন্টার পরিদর্শন করলেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী