বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

বাংলাদেশ বিমান বাহিনীর ৮৪ বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ মার্চ পর্যন্ত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যোগ দিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৮৪ বিএএফএ কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

air-force-in

বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ: ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

বেতন: ১০,০০০ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষার বিবরণ

airforce-in-2

যোগদানের তারিখ: ০৩ জুলাই ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here