নাজনিনের খুনি বিয়ানীবাজার আঙ্গারজুর থেকে গ্রেপ্তার
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১৬, ২০২১
114
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে মঙ্গলবার (১৬মার্চ) সকাল ১০টার দিকে স্কুল পড়ুয়া তরুণী নাজনিন আক্তারকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যাওয়া অভিযুক্ত যুবক নাজিম উদ্দিন পাশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধায় সাড়ে ৭টায় কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর এলাকায় নাজিম উদ্দিন পাশার আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বর্তমানে তাকে বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আটককৃত নাজিম উদ্দিনের বাড়ি বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর এলাকায় হলেও সে পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বালিঙ্গায় তার নানা বাড়িতে বসবাস করতো। তার পিতা মৃত আব্দুল খালিক।
গরম খবর