কাউখালীতে বেদে সম্প্রদায়ের প্রতারণার নতুন নতুন ফাঁদে অতিষ্ঠ মানুষ

মীর জিয়াদুল হক, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে বেদে সম্প্রদায়ের প্রতারণার নতুন ফাঁদ পেতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আপনারা এই ছেলে তিনটিকে কেউ চিনেন? আসলে এদের বেশ ভুষা দেখে মনে হয় কোন মাদ্রাসার ছাত্র অথবা এতিম খানার কোন ছাত্র।
আসলে এরা কোন মাদ্রাসা বা এতিম খানার ছাত্র নয়।
এই বিষয়টি বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। তারা তখন স্পটে এবং অনুসন্ধানে গিয়ে জানতে পারে এরা দলিত সম্প্রদায় বেদে জাত। এদের কোন স্থায়ী ঘর বাড়ি নাই,যাযবরের মতো বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।
আরও পড়ুন>>>করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারির সরকারি প্রণোদনা পাবেন বিকাশে
প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আদায় করাটায় এদের মূল পেশা।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী )উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখাযায় তারা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় প্রতারনা করে টাকা আদায় করছে। ছদ্মবেশে তারা নিরীহ জনগনকে বলে, আমরা এতিম খানা থেকে এসেছি, কোথাও বলে আমরা মাদ্রাসার ছাত্র, কোথাও আবার বলে, বাবা মা মারা গেছে তার দাফন কাফনের জন্য সাহায্যের প্রয়োজন।
আরও পড়ুন>>>কপিলমুনির ঘোষনগরে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত
আবার গ্রাম অঞ্চলে তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষ গৃহকর্তা না থাকলে চুপ করে বাড়িতে ঢুকে মহিলাদের কলাকৌশলে এবং নানা প্রলভন দেখিয়ে ঘরে থাকা মালামাল নিয়ে চম্পাট দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণার এই নতুন কৌশলের ফাঁদেপড়ে অনেকেই হারিয়েছে অর্থ সম্পদ। কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে এই প্রতারক চক্রের ৪/৫টি গ্রুপ রয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।
এছাড়াও অল্পবয়সী মেয়েরা টিনেজার ছেলেদের পথ রোধ করে টাকা দাবী করে না দিলে ইভটিজিং এর অভিযোগ দিবে বলে হুমকি দেয় ।

এ সংক্রান্ত একটি অভিযোগ করেন, মানিকমিয়া কিন্ডারগার্টেনের সদর ইউনিয়ন আওয়ামীলী যুবলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানের বাসয় এই প্রতারক চক্র মাদ্রাসা ছাত্র পরিচয় দিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে গৃহকর্তা হাফিজুর চ্যালেঞ্জ করলে সেখান তারা দ্রুত সটকে পড়ে।
আরও পড়ুন>>>কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে ক্যানেল থেকে তরুনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
এছাড়াও মহিলাদের নিয়ে আরেকটি চক্র একই দিন প্রতিবেশীর নিকট থেকে ১০ টাকা দাবী করলে টাকা ভাঙ্গি নেই বলে ১০০টাকার নোট দিলে তা নিয়ে তারা দৌড়ে পালিয়ে যায় মহিলা প্রতারক চক্রটি ।
এবিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন পরিষদে তাদেরকে ডেকে মৌখিক ভাবে কঠোর হুসিয়ারী দিয়ে বলেন,ভবিষ্যতে এই সকল অপকর্ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।