যশোরের বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ বিশ্বের ১৮২টি দেশের মতো নানা আয়োজনে বৃহত্তম স্থলবন্দর যশোর বেনাপোল কাস্টমস হাউজে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ পালিত হয়েছে।
তবে বিশ্ব ব্যাপি করোনা ভাইরাসের কারনে এবছর জাঁকজমকপূর্ন ভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠেনি।
আরও পড়ুন>>>নলছিটিতে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সেই সাথে করোনা কালিন সময়ে নিহত ৭ জন কাস্টম কর্মকর্তার জন্য দোয়া করা হয়।
আরও পড়ুন>>>শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ সর্ব নিম্ন তাপমাত্রা
বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-১ শার্শা আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, যশোরের (কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জাকির হোসেন, ৪৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা, যশোর জেলা পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাংবাদিক সহ বন্দর কাস্টমস ব্যবহারকারী সকল সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন>>>যশোরে চেক ডিজঅনারের অভিযোগে পরীক্ষা নিয়ন্ত্রকের নামে আদালতে মামলা