নয়ন হালদার,(যশোর)বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ বাবলু মোড়ল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বাবলু বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃতঃ আতিয়ার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় অফিসার ফোর্স সহ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ১০।
আরও পড়ুন:
যশোর শহরতলী বিরামপুর গ্রামের সাগর ছুরিকাঘাতে খুন
নড়াইলে হাসপাতাল নির্মাণে বাঁধা এলাকায় উত্তেজনা
যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
লােহাগড়ায় তুলার কারখানায় অগ্নিকান্ড , ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বড়লেখা উপজেলা ছাত্রলীগের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
