যশোরের বেনাপোলে ডলার, রুপি সহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার
এস এম মারুফ, স্টাফ রিপোর্টার,যশোর: যশোরের বেনাপোলে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ১২ হাজার ৫শ মার্কিন ডলার, ২০ হাজার ভারতীয় রুপি, ৩ হাজার বাংলাদেশি টাকা ও তিনটি মোবাইল ফোন সহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামী- মোঃ কবির উদ্দিন খান (৪২) সে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ফুকরা গ্রামের আলহাজ্ব কাঞ্চন আলী খানের ছেলে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে ফিরে আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে।
এমন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা স্যারের নির্দেশে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়।
একপর্যায়ে পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এলে এসময় তার জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার ৫শ মার্কিন ডলার জব্দ করে তাকে চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পে নিয়ে তার ল্যাগেজ চেকিংয়ের সময় আরো ২০ হাজার ভারতীয় রুপি, ৩ হাজার বাংলাদেশি টাকা ও ৩টি মোবাইল ফোন সহ তাকে আটক করা হয়। জব্দকৃত সিজার মূল্য ১১ লক্ষ ৩৯ হাজার ৮শ টাকা।
তিনি আরও বলেন, আলামতসহ আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বিজিবি আলামতসহ এক আসামিকে হস্তান্তর করেছে। আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন>>>
ভ্রাম্যমান আদালতে ভূয়া ডাক্তারের জরিমানা
খুলনার ডুমুরিয়ায় ক্যান্সারে আক্রান্ত মাদরাসা ছাত্র মানিক বাঁচাতে চায়
খুলনা পাইকগাছার কপিলমুনি বাজারের অস্থায়ী স্থাপনা অপসারণ
ঝিনাইদহ পৌর নির্বাচনকে ঘিরে লাশের পরে লাশ