১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বেনাপোলে একাধিক মাদক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নাজমুল গ্রেফতার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৪, ২০২১
121
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বেনাপোলে দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
বেনাপোলে একাধিক মাদক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নাজমুল গ্রেফতার | ছবি : বেনাপোলে দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

এস এম মারুফ,বেনাপোল যশোরঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী নাজমুল হোসেন অপু'কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক নাজমুল হোসেন অপু (৩২) সে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের সোহারব হোসেনের ছেলে। এবং বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ি দুর্গাপুরের বকুল মাহবুবের প্রাইভেট চালক।

আরও পড়ুন>>>খুলনায় মাদকবিরোধী অভিযানে ৭ বিক্রেতা ও ৩ মাদকসেবী আটক

গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে এস আই মফিজুর রহমান এবং এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড দুর্গাপুরের রাজ্জাক চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন>>>কলারোয়ায় সন্ত্রাসীদের হাতুড়িতে পঙ্গত্ব জীবন যাপন করছে কাঠ ব্যবসায়ী সাগর

থানা পুলিশ জানায়, আসামী নাজমুল হোসেন অপু ঢাকায় বিপুল পরিমাণ ফেন্সিডিলের মামলায় যাবতজীবন দন্ডপ্রাপ্ত আসামী। অনেক দিন যাবত সে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

উল্লেখ্য আটক নাজমুল গত বছর ডিসেম্বর মাসের প্রথম দিনে প্রাভেটকার সহ শার্শা থানার সামনে থেকে দেড় কেজি গাঁজা সহ আটক হয়।

আরও পড়ুন>>>এইচ টি ইমাম আর নেই চলে গেলেন ওপারে

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওয়ারেন্ট ভুক্ত ফেন্সিডিল মামলার যাবতজীবন দন্ডপ্রাপ্ত ও একাধিক মামলার আসামী নাজমুল হোসেন অপু বেনাপোল দুর্গাপুর রাস্তায় অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram