বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ১৫, ২০২০
110
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
এস এম মারুফ, (যশোর)
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থাায় ২৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) ভোর রাতে মহিষাডাঙ্গা গ্রামের পাকা রাস্থার উপর থেকে এ চালানটি জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে পোর্ট থানার একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ফেন্সিডিল এর চালান টি আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ফেন্সিডিল কার তা খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং খোঁজ পেলে আটককৃত ফেন্সিডিল ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে।
গরম খবর