বেনাপোলে পৃথক অভিযানে ১৫৪ বোতল ফেন্সিডিল সহ আটক-১
এস এম মারুফ (যশোর): যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামী- আজিম হোসেন (১৮) সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মৃত সাজ্জাত হোসেনের ছেলে।
পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মাসুদ জানান, আজ শনিবার(৭নভেম্বর) রাত সাড়ে ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামস্থ নুরুজ্জামানের মুদি দোকানের পাশে অবস্থান করছে।
এমন খবরে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
অপর দিকে বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড় সংলগ্ন এলাকায় এসআই শফি আহমেদ রিয়েল ও এএসআই মুরাদ অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আজিম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে। সেই সাথে পরিত্যক্ত মাদকের সাথে কারা জড়িয়ে তা অনুসন্ধানে নেমেছে পুলিশ।
তিনি আরও বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় নয়। বরং আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।