যশোরের বেনাপোলে বাস-প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে আহত-৫
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৬, ২০২১
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় নামক স্থানে বাস প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়েছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৬ মার্চ) বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন ও একটি প্রাইভেটকার দিঘীরপাড় পেট্রোল পাম্প থেকে তেল ভরে রাস্তায় উঠতেই মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ৫জন আহত হয়েছে।
বেনাপোল ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমান তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
আহত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে বলে জানা যায়।
গরম খবর