২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বেনাপোলে বিধবা নারীর সদ্য জন্ম দেওয়া বাচ্চার পিতা কে?

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৪, ২০২১
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বিধবা নারীর সদ্য জন্ম
| ছবি : বিধবা নারীর সদ্য জন্ম

এস এম মারুফ: যশোরের বেনাপোলে ৪ বছর আগে বিধবা হওয়া এক নারী আজ সোমবার সকালে ফুটফুটে এক বাচ্চা জন্ম দিয়েছে। বিধবা ওই নারী শিশুটির জন্মদাতা প্রকাশ করলে তা মেনে নিতে নারাজ অবৈধ সম্পর্ক স্থাপনকারী রেজাউল। এ ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমলোচনা।

সরেজমিনে গিয়ে জানা যায়, বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মাঠপাড়ায় মৃত আমিরুল হোসেনের স্ত্রী ৪ সন্তানের জননী কুলসুম বেগমের সাথে প্রতিবেশী রেজাউল গোপন সম্পর্ক গড়ে তোলে। এরই পরিপেক্ষিতে আজ সকাল ১০টার সময় একটি বাচ্চা সন্তান প্রসব করলে বিষয়টি সকলের দৃষ্টি গোচরে আসে।

বিধবা কুলসুম জানায়, আমার স্বামী (আমিরুল) মারা যাবার পর প্রতিবেশি রেজাউল আমাকে বিভিন্ন ভাবে উক্তাপ্ত করতে থাকে। বিষয়টি এলাকার বেশ কয়েকজনকে জানালে তারা এবিষয়ে তেমন কোন ভূমিকা রাখেনি।

যার কারণে সে প্রতিনিয়ত আমার ঘরের দরজা-জানালায় টুকা (সংকেত) দিত। একপর্যয়ে তারসাথে সম্পর্ক সৃষ্টি হয়। এভাবে বেশ কিছুদিন গড়ালে পরবর্তী সময়ে আমি তার ডাকে সাড়া না দিলে সে আমাকে অনেক মারপিট করে। যা আশে-পাশে অনেক স্বাক্ষী আছে। এরপর সে আমাকে নানা ভাবে ভয়-ভীতি দিয়ে পুনরায় প্রায়দিনই আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন সে জানিয়েছে বাচ্চা আমার হলে তার দায়িত্ব নিব কিন্তু আমাকে গ্রহণ করবে না।

সে আরো বলে, আমি একজন বিধবা নারী আমার দেখার কেউ নেই। রেজাউল আমাকে ভয়-ভীতি দেখিয়ে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এমনতাবস্থায় আমি ও আমার সন্তানের পরিচয় চাই।

এদিকে অভিযুক্ত রেজাউল এর বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram