বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ আটক-২
এস এম মারুফ, বেনাপোল যশোর: যশোরের বেনাপোলে মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ভারতীয় পনস্ মদ সহ রিয়াজুল ও জাকির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আসামী বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত কওসার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০) ও বোয়ালিয়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে জাকির হোসেন (৩৫)।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ও এএসআই মাসুম পারভেজ বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ আনোয়ার হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় ৬ বোতল মদ সহ রিয়াজুল ও জাকির নামে দু'জনকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, নতুন বছরে মাদক নির্মূলে আমরা আরও বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ পোর্ট থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
আটক আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।