১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের বেনাপোলে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ জন গ্রেপ্তার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৯, ২০২১
141
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

এস এম মারুফ, যশোর বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুন >>>অত প্রশংসা করতে হবে না, আমার লজ্জা লাগে : পরিকল্পনামন্ত্রী

আটককৃত আসামীরা- বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামের রবিউর ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৩), একই এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), মৃত ইউনুচ মোল্লার ছেলে (মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, সোমবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল মাদক ব্যবসায়ী চক্র মাদকের একটি চালান নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে।

এমন সংবাদে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালালে এসময় ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ বিপ্লব, আব্দুল্লাহ, হাফিজুর, মাহাবুবুর ও রেজাউল নামে পাঁচ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসময তিনি আরও বলেন, মাদক আমাদের দেশের মেধাবী যুব সমাজকে ধ্বংস করছে। তাই মাদকের সাথে জড়িত থাকা কোন মাদক ব্যবসায়ীকে ছাড় নয় বরং তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram