বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক ৪
বায়েজীদ হোসেন: বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামে ও শিকড়ি সীমান্তে বিজিবি’র অভিযান পরিচালনা করার সময় ১৪৬৪ বোতাল ভারতীয় ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আটককৃত মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের সাদীপুর গ্রামের মোঃ কাশেমের ছেলে মোঃ মিজান (২৯), আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড়া গ্রামের মৃত সিরাজ খালাসীর ছেলে মোঃ আলী মোহন।
আরো পড়ুন: চলতি সপ্তাহে মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দিতে যাচ্ছে সরকার
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা নামক স্থানে অভিযান চালালে এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এসময় বিজিবি ১৩৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মিজান, আলী মোহন ও জাহিদুর ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। অপর দিকে শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শিকড়ি গ্রামস্থ মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামীদের মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন: অস্ত্রের মুখে ৫-৭ মিনিটে সোনালী ব্যাংক থেকে ৯ লাখ টাকা লুট