যশোরের বেনাপোল সীমান্তে ২শ বোতল ফেনসিডিল,৪ কেজি গাজাসহ ১জন আটক
নয়ন হালদার,(যশোর) বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্তে ১৯৮ বোতল ফেনসিডিল এবং চার কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আটক আরিফ সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে।
আরও পড়ুন>>>কপিলমুনিতে ১৪৪ধারা ভেঙ্গে ঘের দখল করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
শনিবার (১৩ মার্চ ) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সাদিপুর থেকে আরিফ হোসেন (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ৪৯ বিজিবি যশোরের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক আরিফ একজন মাদক কারবারী এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আরিফ বস্তা মাথায় করে বাংলাদেশে প্রবেশ করছিলেন এ সময় বিজিবির অভিযানে নেতৃত্ব থাকা বেনাপোল আইসিপি’র নায়েক আতাউর রহমান তাকে চ্যালেঞ্জ করলে তিনি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জব্দ ফেনসিডিল ও গাঁজার সিজার মূল্য ৯৩ হাজার দুশ’ টাকা। মাদকসহ আরিফকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।