যশোরে ব্যাংকারের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
142
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

যশোরে ব্যাংকারের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন | ছবি : ব্যাংকারের খুনিদের শাস্তির দাবিতে
জেলা প্রতিনিধি যশোরঃ অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমেদের খুনীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারী) প্রেসক্লাব যশোরের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
যশোরের সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের অফিসার সমিতির সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখা ম্যানেজার মনজুর হোসেন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা বিক্রম কুমার গুহ ও ঢাকা ব্যাংকের কর্মকর্তা কুতুব উদ্দীন প্রমুখ।
গরম খবর