১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ভোক্তা অধিকার আইনে আলভিন রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ১০, ২০২১
128
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
বড়লেখা আলভিন রেস্টুরেন্টকে জরিমানা
ভোক্তা অধিকার আইনে বড়লেখা আলভিন রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা আদায় | ছবি : বড়লেখা আলভিন রেস্টুরেন্টকে জরিমানা

মোঃ ইবাদুর রহমান জাকিরঃ মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ মার্চ) পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো.আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন।

আরও পড়ুন>>>যশোরে হত্যা মামলার আসামিকে হত্যা মরাদেহ উদ্ধার

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরোনো মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram