বড়লেখা পৌর নির্বাচনে নৌকার মাঝি কামরান চৌধুরী, ধানের শীষে আনোয়ারুল
ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে দলের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়।
এ প্রসঙ্গে আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি পরিবেশ মন্ত্রী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, আবুল ইমাম মো. কামরান চৌধুরী ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
এদিকে, মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম দলের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়।
জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, আমি দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
আরওপড়ুন:
নড়াইলের কৃতি সন্তান খাজা মিয়া তথ্য সচিব হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত
২৫ পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থী হলেন যাঁরা