বায়জিদ হুসাইন,শার্শা (যশোর)প্রতিনিধি : যশোরের শার্শায় আজ রোববার (৮ নভেম্বর) সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া জিবলীতলা এলাকা থেকে ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পাচারকারী আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ভারত থেকে চোরাই পথে ভারতীয় রুপার বড় একটি চালান আসছে এমন গোপন খবরে বাগআঁচড়া জিবলীতলা পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ১১ কেজি ৫০০ গ্রাম রুপাসহ আলী হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।
