অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে চারজন নারীসহ পাঁচজন আটক

অবৈধ ভাবে ভারতে যাবার পথে

সাগর বিশ্বাস,ঝিনাইদহ,প্রতিনিধি:  ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভারতীয় সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় চারজন নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পরে মহেশপুরের গুড়দহ বাজার থেকে এই পাঁচজনকে আটক করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩ আর এলাকার ঝিনাইদহের গুড়দহ বাজার থেকে চারজন নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল ও যশোরে জেলার বিভিন্ন এলাকায়।

অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত যাওার চেষ্টা করার অপরাধে তাদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here