১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ভিডিওর ভয় দেখিয়ে কিশোরকে একাধিকবার বলাৎকার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
এপ্রিল ১৫, ২০২২
84
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ভিডিওর ভয় দেখিয়ে কিশোরকে একাধিকবার বলাৎকার
ছবি- সংগৃহীত | ছবি : ভিডিওর ভয় দেখিয়ে কিশোরকে একাধিকবার বলাৎকার

নিজস্ব প্রতিনিধিঃ ফেনীতে দেহ তল্লাশীর নামে এক কিশোরকে একাধিকবার বলাৎকারের অভিযোগ উঠেছে ফেনী মডেল থানার পুলিশ সদস্য (কনস্টেবল ) ইউনুসের বিরুদ্ধে। মামলা দায়েরের পরই তাকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া কিশোরকে বলাৎকারের ঘটনায় গ্রেফতার ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কিশোরের দেহ তল্লাশীর নামে তাকে আবাসিক হোটেলে নিয়ে নির্যাতন করেছে। বলাৎকারের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে কিশোরকে প্রায়ই নির্যাতন করত অভিযুক্ত পুলিশ সদস্য।

নির্যাতিত কিশোর জানায়, হোটেলে নিয়ে আমাকে নির্যাতন করেছে। সেই দৃশ্য ভিডিও করে আমাকে ব্লাকমেইল করে। তার সঙ্গে এসব না করলে ভিডিও অনলাইনে ছেড়ে দেবে বলে হুমকি দিতে থাকে।

গত বছরের ২৩ ডিসেম্বর শহরের মহিপালে তল্লাশির নামে ওই কিশোরকে আটক করে ইউনুস আলী। একপর্যায়ে তাকে নিয়ে যায় পার্শ্ববর্তী হোটেলে। সেখানে মামলার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে ইউনুস। সে সময় মোবাইলে ধারণ করা ভিডিওর ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে টাকাও হাতিয়ে নেয় সে।

আরও পড়ুন>>>ইমাম পরিচয়ে ২১ বছর পলাতক ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা

কিশোর বলে, আমার কাছে থেকে সে ১০ হাজার টাকা নিয়েছিল। এর মধ্যে ১ হাজার ২০০ টাকা দিয়েছে, বাকিগুলো দেয়নি। টাকার কথা বলতেই সে হুমকি দিয়ে বলে টাকা খুঁজলে বস্তার ভেতরে ভরে ফেলব।

চলতি বছরের ৫ই মার্চ নির্যাতিত ওই কিশোরকে পুলিশ সদস্য মোহাম্মদ ইউনুস তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে বাড়ির একটি কক্ষে তাকে একাধিকবার বলাৎকার করে। পরে কিশোরটিকে একটি মোবাইল কিনে দেয়। মোবাইলটি অন্যত্র বিক্রি করে দিলে ক্ষিপ্ত হয় ইউনুস। মোবাইল সেটটি চুরি হয়েছে মর্মে উদ্ধারের জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে জেলা পুলিশ মোবাইল সেটটি উদ্ধার করলে ওই কিশোরের মা ঘটনার বিস্তারিত জানতে পারেন।

ঘটনাটি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানতে পেরে ওই কিশোরের মাকে থানায় মামলা দায়ের করতে পরামর্শ দেন। বৃহস্পতিবার ওই কিশোরের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মামলার আসামী অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram