২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কপিলমুনিতে ভূমি দস্যু কবলে সরকারী জমি; ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন?

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
পাইকগাছা খুলনা  প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার বাণিজ্যিক উপশহর কপিলমুনি। আর এই কপিলমুনি বাজারের মুল্যবান সব জায়গা একের পর এক দখল করছে ভূমিদস্যুরা।
তাদের এহেন অবৈধ দখলকে ঘিরে ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। বিষয়টি ভুমি সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ভূমিদস্যুর ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন?
কপিলমুনিতে ভূমি দস্যু কবলে সরকারী জমি; ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন?
সরেজমিনে গত সোমবারে দখলকৃত  একাধিক মূল্যবান জায়গায় গিয়ে দেখাযায় কপিলমুনি সদরের পুরাতন লঞ্চঘাটের বাইপাস সড়কে যাতায়াতের পথ দখল করে পাকা ঘর নির্মান করছেন মোস্তাফা মোড়ল নামের এক ব্যাক্তি।
সরকারী সম্পত্তি দখল করে ঘর নির্মানের কারণ জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি আমি কিনেছি। সরকারী অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। এবং পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কাওসার সাহেব এর কাছ থেকে অনুমতি নিয়ে ঘর নির্মাণ করছি।
এ বিষয়ে সার্ভেয়ার কাওসার আলীর নিকট জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা বা আমাকে কেহ কিছু বলেনাই। আমি কপিলমুনি নায়েব সাহেবকে বলে দিচ্ছি তাদের ঘর নির্মান কাজ বন্ধ রাখতে।
এরপর কপিলমুনি ভূমি অফিসে বিষয়টি অবহিত করলে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা হাসমত আলী সরেজমিন গিয়ে কাজ বন্ধ করে দেন। তবে কাজ বন্ধের ঘন্টাখানেক পর প্রায় হাফডজন শ্রমিক নিয়ে ঐদিনই পুনরায় নির্মাণ কাজ শুরু করে দখলবাজ মোস্তাম।
খবর পেয়ে দ্বিতীয় দফায় তহশিলদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুনঃরায় কাজ বন্ধ করে দেন। তবে গভীর রাতে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার পায়তারা করছে বলে একাধিক সুত্রে জানাগেছে।
তবে কি কারণে স্থানীয় ভূমি কর্তার নির্দেশ অমান্য করে বেপরোয়া হয়ে সরকারী জায়গায় পাকাঘর নির্মান করার সাহস কোথা থেকে পাচ্ছে এমন প্রশ্ন এলাকাবাসীর?
এ বিষয়ে জানতে সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা  হলেও তাঁকে পাওয়া যায়নি।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram